কানাডায় পড়াশোনার খরচ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন রকম হয়ে থাকে। কানাডায় কম খরচে অনেক ভাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা যায়। সেই সব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি পার্ট টাইম জব করে নিজের খরচ চালানো যায়। আজকে আমরা জানবো কানাডার সেই সব বিশ্ববিদ্যালয় সম্পর্কে যেখানে পড়াশোনার খরচ খুবই কম। চলুন আলোচনা শুরু করা যাক –
উচ্চশিক্ষার সর্গরাজ্য বলা হয় কানাডাকে। বর্তমান প্রেক্ষাপটে কানাডায় পড়াশোনার জন্য আগ্রহী বাংলাদেশের ৮৫% ছাত্রছাত্রী। শিক্ষার্থীদের পছন্দের তালিকায় কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয় গুলো সর্ব প্রথম স্থান পায়। অধিকাংশ শিক্ষার্থী কানাডায় পড়াশোনার ক্ষেত্রে আগ্রহী হবার প্রথম ও প্রধান কারন হচ্ছে- পড়াশুনা শেষে নাগরিকত্ব। তাছাড়াও কানাডায় কম খরচে পড়াশোনা , আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধা ঐ দেশের বিশ্ববিদ্যালয় গুলোতে পড়ার ক্ষেত্রে আগ্রহ বাড়ায়।
পড়াশোনার ক্ষেত্রে কানাডায় খুব অল্প পরিমানে খরচ করতে হয়। কানাডায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়াশোনার খরচ চালানোর জন্য স্কলারশীপ দিয়ে থাকে। কানাডার সরকার বিদেশি শিক্ষার্থীদের জন্য কানাডায় পড়াশোনা করার জন্য বরাদ্দ দিয়ে থাকেন। কানাডায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার খরচ ভিন্ন রকম হয়ে থাকে। আপনাদের সুবিধায় কানাডার বিশ্ববিদ্যালয়ের তথ্য ও পড়াশোনা করতে কত খরচ হবে তা নিচে তুলে ধরা হল-
কানাডায় ইউনিভার্সিটি অব ওয়াটারলুতে পড়াশোনার খরচ
কানাডায় পড়াশোনার খরচের দিন থেকে খুব কম খরচ হয়ে থাকে ইউনিভার্সিটি অব ওয়াটারলু তে। কানাডার ইউনিভার্সিটি অব ওয়াটারলুতে বাৎসরিক পড়াশোনার খরচ অর্থাৎ টিউশন ফি হয়ে থাকে ১২,০০০ কানাডিয়ান ডলার।
ইউনিভার্সিটি অব ওয়াটারলু
- প্রতিষ্ঠা বছরঃ ১৯৫৭ ইং
- অবস্থানঃ ওয়াটারলু, অন্টারিও প্রদেশ
- প্রতিষ্ঠানের ধরনঃ পাবলিক
- প্রধান অনুষদঃ স্ট্যাটিসটিক্স, ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, ন্যানো টেকনোলজি ইত্যাদি।
- ক্যাম্পাসঃ ওয়াটারলু ক্যাম্পাস,ক্যামব্রিজ ক্যাম্পাস, কিচেন হেলথ সায়েন্স ক্যাম্পাস, স্টার্ট ফোর্ড ক্যাম্পাস
- প্রোগ্রাম অফারঃ ২৮০
- ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ৪০,০০০ জন
- বিদেশি ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ৯,০০০ জন
- পড়াশোনা করতে আসেঃ ১৪০ দেশ থেকে
- ভর্তির গ্রহন যোগ্যতার হারঃ ৫৩%
- সর্বনিম্ন বাৎসরিক টিউশন ফিঃ ১২,০০০ কানাডিয়ান ডলার
- কানাডা র্যাংকিংঃ ৭ম
- বিশ্ব র্যাংকিংঃ ১৬৩
ইউনিভার্সিটি অব ডালহৌসিতে পড়াশোনার খরচ
কানাডায় ইউনিভার্সিটি অব ডালহৌসিতে পড়াশোনার জন্য খুব বেশি খরচ করতে হয় না। এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে বাৎসরিক ১৮,০০০ কানাডিয়ান ডলার খরচ করতে হয়।
ইউনিভার্সিটি অব ডালহৌসি
- প্রতিষ্ঠা বছরঃ ১৮১৮ ইং
- অবস্থানঃ হ্যালিফ্যাক্স, নোভা স্কোটিয়া প্রদেশ
- প্রতিষ্ঠানের ধরনঃ পাবলিক
- প্রধান অনুষদঃ মেডিসিন, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, আইন, ম্যানেজমেন্ট, আর্কিটেকচার, সায়েন্স, এগ্রিকালচার বিজনেস, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইত্যাদি।
- ক্যাম্পাসঃ স্টার্ডলি হ্যালিফ্যাক্স, সেক্সটন হ্যালিফ্যাক্স, কার্লেটন হ্যালিফ্যাক্স ও এগ্রিকালচার (ট্রুরো)
- প্রোগ্রাম অফারঃ ১৮০
- ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ১৯,০০০ জন
- বিদেশি ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ২,৭০০ জন
- পড়াশোনা করতে আসেঃ ১১০ দেশ থেকে
- ভর্তির গ্রহন যোগ্যতার হারঃ ৭০%
- সর্বনিম্ন বাৎসরিক টিউশন ফিঃ ১৮,০০০ কানাডিয়ান ডলার
- কানাডা র্যাংকিংঃ ১১ তম
- বিশ্ব র্যাংকিংঃ ২৫১- ৩০০ তম
কানাডায় কম খরচে বিশপ ইউনিভার্সিটিতে পড়াশোনা
কানাডার বিশপ ইউনিভার্সিটিতে তুলনামুলক কম খরচে পড়াশোনা করা যায়। বিশপ ইউনিভার্সিটি কানাডায় র্যাংকিং এ ১২ তম বিশ্ববিদ্যালয়। কানাডায় থেকে বিশপ ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে হলে বাৎসরিক ১৮,০০০ কানাডিয়ান দলার টিউশন ফি দিতে হবে।
বিশপ ইউনিভার্সিটি
- প্রতিষ্ঠা বছরঃ ১৮৪৩ ইং
- অবস্থানঃ শেরব্রোক, ক্যুবেক প্রদেশ
- প্রতিষ্ঠানের ধরনঃ পাবলিক
- প্রধান অনুষদঃ লিবারেল আর্টস, বিজনেস ও নিউরোসায়েন্স ইত্যাদি
- ক্যাম্পাসঃ রুবাল ক্যাম্পাস
- প্রোগ্রাম অফারঃ ৮৪
- ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ২৫০০ জন
- বিদেশি ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ৯০০ জন
- পড়াশোনা করতে আসেঃ ৬৯ দেশ থেকে
- ভর্তির গ্রহন যোগ্যতার হারঃ ৭০-৮০%
- সর্বনিম্ন বাৎসরিক টিউশন ফিঃ ১৮,০০০ কানাডিয়ান ডলার
- কানাডা র্যাংকিংঃ ১২ তম
- বিশ্ব র্যাংকিংঃ ৩৯ তম
ইউনিভার্সিটি অব প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ডে খরচ
কানাডায় পড়াশোনার জন্য ইউনিভার্সিটি অব প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড খুব ভাল প্রতিষ্ঠান। এখানে পডাশোনা করতে তেমন খরচ হয় না। কানাডার এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে বাৎসরিক খরচ হয় ১৩,০০০ কানাডিয়ান ডলার।
ইউনিভার্সিটি অব প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড
- প্রতিষ্ঠা বছরঃ ১৯৬৯ ইং
- অবস্থানঃ চালস টাউন, প্রিন্স অ্যাডওয়ার্ড আইল্যান্ড প্রদেশ
- প্রতিষ্ঠানের ধরনঃ পাবলিক
- প্রধান অনুষদঃ এডুকেশন, নিউট্রিশন্যাল সায়েন্স, ভেটেনারি মেডিসিন, কম্পিউটার সায়েন্স ইত্যাদি।
- ক্যাম্পাসঃ আরবান
- প্রোগ্রাম অফারঃ ২০০
- ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ৪,৫০০ জন
- বিদেশি ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ৭৯০ জন
- পড়াশোনা করতে আসেঃ ৭০ দেশ থেকে
- ভর্তির গ্রহন যোগ্যতার হারঃ ৬০-৭০%
- সর্বনিম্ন বাৎসরিক টিউশন ফিঃ ১৩,০০০ কানাডিয়ান ডলার
- কানাডা র্যাংকিংঃ ৪৩ তম
- বিশ্ব র্যাংকিংঃ ১৩৪০ তম
কেপ ব্রিটন ইউনিভার্সিটি
কানাডার কেপ ব্রিটন ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে খরচ হয় বাৎসরিক ১৩,০০০ কানাডিয়ান ডলার। কানাডায় পড়াশোনা করার জন্য কানাডিয়ান সরকার স্কলারশিপের ব্যবস্থাও করেছেন। এজন্য কানাডায় পড়াশোনার খরচ আরো কমে গেছে।
- প্রতিষ্ঠা বছরঃ ১৯৫১ ইং
- অবস্থানঃ সিডনি, নোভা স্কোটিয়া প্রদেশ
- প্রতিষ্ঠানের ধরনঃ পাবলিক
- প্রধান অনুষদঃ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি, এডুকেশন, পাবলিক হেলথ, নার্সিং, সেল্টিক কালচার ইত্যাদি।
- ক্যাম্পাসঃ আরবান ক্যাম্পাস
- প্রোগ্রাম অফারঃ ৫৬
- ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ৪২০০ জন
- ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ১০০০ জন
- পড়াশোনা করতে আসেঃ ৫০ টি দেশ থেকে
- ভর্তির গ্রহন যোগ্যতার হারঃ ৬০%
- সর্বনিম্ন বাৎসরিক টিউশন ফিঃ ১৪,০০০ কানাডিয়ান ডলার
- কানাডা র্যাংকিংঃ ৬১ তম
- বিশ্ব র্যাংকিংঃ ২৬৬৯ তম
মাউন্ট সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটি
কানাডার মাউন্ট সেন্ট ভিনসেন্ট ইউনিভার্সিটিতে অল্প খরচে পড়াশোনা করা যায়। কানাডার এই ইউনিভার্সিটিতে বাৎসরিক ১৭,০০০ কানাডিয়ান ডলার খরচ করে পড়াশোনা করা যায়।
- প্রতিষ্ঠা বছরঃ ১৮৭৩ ইং
- অবস্থানঃ হ্যালিফ্যাক্স, নোভা স্কটিয়া
- প্রতিষ্ঠানের ধরনঃ পাবলিক
- প্রধান অনুষদঃ ব্যবসায়, যোগাযোগ, লিবারেল আর্টস, নার্সিং, মনোবিজ্ঞান
- ক্যাম্পাসঃ সুবুরবান
- প্রোগ্রাম অফারঃ ৪৩
- ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ৪৫০০ জন
- বিদেশি ছাত্র ছাত্রীর সংখ্যাঃ প্রায় ১২০০ জন
- পড়াশোনা করতে আসেঃ ৫৭ দেশ থেকে
- ভর্তির গ্রহন যোগ্যতার হারঃ ৫৬%
- সর্বনিম্ন বাৎসরিক টিউশন ফিঃ ১৭০০০ কানাডিয়ান ডলার
- কানাডা র্যাংকিংঃ ৬৮ তম
- বিশ্ব র্যাংকিংঃ ১৮৩০ তম
কানাডায় এই সব বিশ্ববিদ্যালয় ছাড়াও আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে কম খরচে পড়াশোনা করা যায়। এছাড়া কানাডায় আরো অনেক বিশ্ববিদ্যালয় আছে যারা সল্প মুল্যে কোর্স অফার করে। যা ইউরোপের অন্য যেকোন দেশের তুলনায় খরচ অনেক কম। বাংলাদেশের শিক্ষার্থীর জন্য কানাডার স্টুডেন্ট ভিসা অন্য দেশের তুলনায় অনেক সহজলভ্য।
আপনি চাইলে কানাডায় এই সকল বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্য কোথাও কম খরচে পড়াশোনা করতে পারেন। কানাডায় কম খরচে পড়াশোনা নিয়ে কোন মতামত থাকলে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
আপনি আরো পড়তে পারেন কানাডার শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আলোচনা। আবার আসবেন। ধন্যবাদ